শামীম কাদির : জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া এলাকায় সরকারি খাসপুকুর দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
গতাকাল শুক্রবার রাতে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
তিনি জানান, পেঁচুলিয়া গ্রামের রাজেন বর্মণ দীর্ঘদিন ধরে মৎস্য সমিতির নামে লিজ নিয়ে দুই একর আয়তনের কোঁচ পুকুরে মাছ চাষ করে আসছেন।
অন্যদিকে জিতারপুর গ্রামের মাওলা ও রব্বানীর নেতৃত্বে একদল লোক পুকুরটি নিজেদের দাবি করে মাছ ছাড়তে এবং পাড়ের বাঁশ কাটতে থাকে। রাজেন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষের ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হলে গোলাম রব্বানী (৫০), গোলাম মাওলা (৪৮), আব্বাস আলী মোতাহার হোসেন (৫৩) এবং জামিউল (১৭) নামে চারজনকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :