আকতার হোসেন বকুল, পাঁচবিবি প্রতিনিধি :জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২৪ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের স্মরণে তাদের কবরে (বদ্ধভুমি) ফুলের বেদি প্রদান করা হয়। শনিবার দিবসের প্রথম প্রহরে শহীদদের কবর জিয়ারত তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান উপজেলার রাধাবাড়ি রেলগেট, কোকতাড়া বকুলতলা ও শ্রীমন্তপুর আদিবাসী শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুলের বেদি প্রদান সহ দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজেশ রায়, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জহুরুল আলম তরফদার রুকু ও মোঃ মজিবর রহমান সহ অনেকেই।
আজ ১৪ ডিসেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়েছে শত্রæ মুক্ত। র্দীঘ ৯’মাস বাংলাকে স্বাধীন করতে ৭১’সালে শত্রæপক্ষর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে শহীদ হয়েছে হাজারো স্বাধীনতাকামি বীর বাঙ্গালী। এ যুদ্ধে বহু নারী হারিয়েছে তাদের সম্ভ্র। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে পাঁচবিবি ছাড়তে বাধ্য হয় শত্রুরা মুক্তিযোদ্ধা আবু মোত্তালেব পাঁচবিবি থানা চত্বরে ১৪ ডিসেম্বর/৭১ সালে প্রথম স্বাধীন বাংলার বিজয় পতাকা উড়ান।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :