sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জীবন্ত বাঘ ও সিংহকে সাথে নিয়ে নির্বাচনি প্রচারণা


সত্যের পথে | আন্তজার্তিক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪, ০৯:১৫ পিএম জীবন্ত বাঘ ও সিংহকে সাথে নিয়ে নির্বাচনি প্রচারণা

আন্তজার্তিক ডেস্ক : জীবন্ত বাঘ ও সিংহকে সাথে নিয়ে নির্বাচনি প্রচারণা।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে মঙ্গলবার একটি নির্বাচনি সভায় অংশ নেন দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লাহোরের এই অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে সমর্থকরা একটি সত্যিকারের সিংহ নিয়ে হাজির হন। তবে বিষয়টি জানার পর নওয়াজ শরিফ সিংহটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের নির্বাচনে এনএ-১৩০ তম আসন থেকে নির্বাচন করবেন নওয়াজ। সেখানে তাঁকে স্বাগত জানাতে সিংহের পাশাপাশি একটি বাঘও খাঁচায় ভরে নিয়ে আসা হয়েছিলো। খাঁচার ভেতর বাঘ ও সিংহ দেখতে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।নির্বাচনী প্রতীক হওয়ার কারণে নওয়াজ শরিফের নির্বাচনি র‌্যালিগুলোতে অনেকেই এমন বাঘ-সিংহ আনছেন। 

সত্যেরপথে.কম/সংগৃহীত

Side banner