কামরুজ্জামান কবির ।। কবিতা : যদি বাঙালি হও।। যদি বাঙালি হও একটু দাঁড়াও কৃষ্ণচূড়ার ছায়ে শহিদমিনারের সামনে যদি বাঙালি হও একটু দাঁড়াও কাঁদো অঝরে তাঁদের শোকে যারা দিয়েছিল প্রাণ ভালোবেসে মায়ের ভাষার তরে! যদি বাঙালি হও একটু দাঁড়াও সোনালু ফুলের ছায়ে স্মৃতিসৌধের সামনে যদি বাঙালি হও একটু দাঁড়াও কাঁদো বেদনাভরে তাঁদের শোকে যারা দিয়েছিল প্রাণ নির্ভয়ে স্বাধীনতার তরে যদি বাঙালি হও একটু দাঁড়াও খররৌদ্রে খোলা আকাশের নীচে যদি বাঙালি হও একটু দাঁড়াও রায়ের বাজারের বধ্যভূমির