sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রেমে নেই, বিদ্রোহেও নেই


সত্যের পথে | কামরুজ্জামান কবির প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০১:৫৯ এএম প্রেমে নেই, বিদ্রোহেও নেই

কামরুজ্জামান কবির

 

ভালোবাসায় নেই

     প্রেমে নেই

           বিদ্রোহেও নেই!

ভালোবেসেছিল যারা

     যারা প্রেমে পড়েছিল-

প্রেমে পড়েছিল পদ্মার ঢেউয়ের

     প্রেমে পড়েছিল মেঘনার ঘোলা জলের

প্রেমে পড়েছিল কালো যমুনার

     প্রেমে পড়েছিল নরম পলিমাটির

প্রেমে পড়েছিল রূপসী জলপরির

     ভালোবেসেছিল বর্ণমালা

তারা বিদ্রোহ করেছিল আঙুল উঁচিয়ে সমস্বরে নো নো বলে-

     মায়ের ভাষায় কথা বলতে

বিদ্রোহ করেছিল অন্যায় রুখে দিতে

     অপশাসন আর দুঃশাসনের বেড়াজাল ছিন্ন করতে

বিদ্রোহ করেছিল লুটপাটের বিরুদ্ধে

     বৈষম্যের বিষদাঁত উপড়ে ফেলে সাম্যের হাসি হাসতে

বিদ্রোহ করেছিল দানবের রক্তচোখে চোখ রেখে!

 

কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে নষ্ট সময়

        উচ্ছিষ্টে উদর ভরে

                 গুজব ছড়িয়ে

                      মিথ্যের বেসাতি করে

কেটে যাচ্ছে ভারি ভারি দিন

                চোখ বুজে গা-বাঁচিয়ে

                           ভয়ের মাঝে!

ভালোবাসায় নেই

     প্রেমে নেই

           বিদ্রোহেও নেই!

 

---

কামরু্জ্জামান কবির

২৫ জানুয়ারি ২০২৩

মতিঝিল, ঢাকা।

Side banner