কামরুজ্জামান কবির
সুন্দর কোন নাম না থাকুক
না থাকুক দাড়ি-কমা
কোন ছন্দ না থাকুক
চিত্রকল্পগুলো হোক ভাগাড়ের মতো
শব্দের গাঁথুনি হোক দুর্বল
যতটা দুর্বল হলে উড়ে যায় তুলো-
শিমুলের খোলস ভেঙে
বেকার শিল্পবোদ্ধারা নাক সিঁটকাক
গন্ধ শুকে বেড়াক ছুঁচোদের মতো
তবু কবিতা লেখা হোক
কবিতায় উঠে আসুক―
চুরি করছে কারা ভরদুপুরে
আমাদের ভালো থাকার স্বপ্নগুলো
চোখে ধুলো দিয়ে কারা চুষে খাচ্ছে
ষোড়শী বাংলার বুক
কাদের জিহ্বা লকলক করে গ্রাস করছে সবকিছু!
কারা থামিয়ে দিচ্ছে সব মানবিক প্রয়াস
কারা দুর্বল করে দিচ্ছে আমাদের মেরুদণ্ড
ধ্বংস করে শিক্ষা-সংস্কৃতি
কেড়ে নিচ্ছে কারা নাগরিক অধিকার
সেবকের ভেক ধরে হয়ে উঠছে দৈত্য-দানব!
---
মতিঝিল, ঢাকা
২৩ মে ২০২৩
আপনার মতামত লিখুন :