sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পাঁচবিবিতে শিশুদের মাঝে উপহার বিতরণ 


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ১১:১১ পিএম পাঁচবিবিতে শিশুদের মাঝে উপহার বিতরণ 

আকতার হোসেন বকুল, পাঁচবিবি প্রতিনিধি : প্রায় আড়াই হাজার পূর্বে মানব জাতির পাপ মোচনের লক্ষ্যে ২৫ ডিসেম্বর যীশুখৃস্টের পৃথিবীতে আগমন ঘটে ছিল। খৃস্টান ধর্মালম্বীরা যীশুখৃস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বরকে বড়দিন হিসাবে উৎযাপন করে থাকে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেতগাড়ী এফ সি সি বি চার্চ প্রাঙ্গনে প্রাক্ বড়দিন পালন উপলক্ষে বিশাল  আকারের  একটা কেক-কাটা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহীপুর বেতগাড়িতে উত্তরবঙ্গ শিশু প্রকল্প, মহীপুর বিডি- ০২৭২ এর আয়োজনে চার্চে অধ্যায়নরত শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরণ করা হয়। এসময় আদিবাসী সংস্কৃতির নাচ-গান ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উত্তরবঙ্গ শিশু প্রকল্পর চেয়ারম্যান মাথাই টুডুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, আটাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু চৌধুরী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পরিচালক দিপালী রায়।

সত্যেরপথে.কম/এবি
 

Side banner