sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ১০:২৮ পিএম সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

শামীম কাদির : জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মরহুম মোজাহার আলী প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপি ও মোজাহার আলী প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে নুরুজ্জামান রাশেদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে অংশ নেন পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুনসহ প্রমুখ। 

সত্যেরপথে.কম/এবি

 

Side banner