জাতীয় ডেস্ক : বিদেশ চিকিৎসায় আজ মিলবে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আজ শুক্রবার বিকাল নাগাদ জানা যাবে।
বিশেষ এক সূত্রে জানা যায়, গত দুইদিনে সকল পরীক্ষার ফলাফল আজ শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল নাগাদ পাওয়া যাবে। এরপর ড. প্যাট্রিক কেনেডির নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের সাথে ব্রিটিশ ডাক্তারদের নিয়ে গঠিত মেডিকেল টিম সবকিছু বিচার বিশ্লেষণ করে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করবেন।বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সব জটিলতা জানার চেষ্টা করেছেন। সেই অনুযায়ী, কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :