sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

জয়পুরহাটে ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ


সত্যের পথে প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১২:১১ এএম জয়পুরহাটে ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ

শামীম কাদির : শীতের রাতে জবুথবু হয়ে ঘুমিয়ে আছেন ছিন্নমূল মানুষরা। কেউ চাদর, আবার কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। তবে পৌষের শীত তা মানছে না। থরথর করে কাঁপছে শরীর। জয়পুরহাটে শীতের তীব্রতা বাড়ায় গভীর রাতে  ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুরহাট ফাউন্ডেশনের সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাট রেলস্টেশনের প্লাটফর্মে শীতবস্ত্রহীন অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

এ সময় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন, স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুরহাট ফাউন্ডেশনের সভাপতি মানিক উদ্দিন বাপ্পি,সহ সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক শামীম ইশতিয়াক জেম,সহ সাধারণ সম্পাদক আসিফ উর ইসলাম (সবুজ) সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাকাত, কোষাধ্যক্ষ  রাকেশ মহন্ত,দপ্তর সম্পাদক ইমাম হোসেন খালিদ, কার্যনিবাহী সদস্য তানভীর মাহামুদ ফয়সাল সাইফুল ইসলাম পলাশ, আরও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য আবু দারদা, হারুনুর রশীদ শান্ত, মানিক রাম দাস, জিহাদ হোসেন প্রত্যয় উপস্থিত ছিলেন। 

জয়পুরহাট ফাউন্ডেশনের সভাপতি মানিক উদ্দিন বাপ্পি,বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের অসহায় মানুষ শীতের কম্বল পেয়ে খুশি। আমরা যার যার অবস্থান থেকে এ সব শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।সাধারণ সম্পাদক  শামীম ইশতিয়াক জেম বলেন, জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এ সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

সত্যেরপথে.কম/এবি



 

Side banner