sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

পরিবেশ বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে : জোনায়েদ সাকি 


সত্যের পথে প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১২:৩৩ এএম পরিবেশ বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে : জোনায়েদ সাকি 

জাতীয় ডেস্ক : পরিবেশ বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে, বর্তমান সরকারকে প্রতিটি প্রকল্পে প্রকৃতি ও পরিবেশের কথা মাথায় রেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ শনিবার বিকালে রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এ নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন।

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, প্রতিটি প্রকল্পে প্রকৃতি ও পরিবেশের কথা মাথায় রেখে বর্তমান সরকারকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সত্যেরপথে.কম/সংগৃহীত

Side banner