sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:৪৪ পিএম জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শামীম কাদির : জয়পুরহাটে বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে ২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ও আহত আরও দুজনকে ১ লাখ টাকা করে অনুদানের অর্থ বিতরণ করা হয়। 

রবিবার (১২ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

এসময় পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব, স্থানীয় সরকার উপ-পরিচালক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সত্যেরপথে.কম/এবি

Side banner