sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

অনশন প্রত্যাহার করেছে জগন্নাথের শিক্ষার্থীগণ


সত্যের পথে | জাতীয় প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১১:৫২ পিএম অনশন প্রত্যাহার করেছে জগন্নাথের শিক্ষার্থীগণ

জাতীয় ডেস্ক : দাবি আদায়ের আশ্বাসে অনশন প্রত্যাহার করে ফিরে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।সোমবার সন্ধ্যা ৭টার দিকে সচিবালের সামনের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব জানান, মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গিকার পাওয়ায় টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন জবি শিক্ষার্থীরা।

এর আগে, বিকাল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।বেলা পৌনে ৫টার দিকে সচিবালয়ের সামনে এসে পৌঁছান। এসময় অনশনরত অসুস্থ শিক্ষার্থীরা স্যালাইনের স্ট্যান্ডসহ রিকশায় চেপে পদযাত্রায় অংশগ্রহণ করেন। এসময় অনশনরত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সংবাদ সম্মেলনে একেএম রাকিব বলেন, আগামী বুধবার মন্ত্রণালয় মিটিং হবে। মিটিংয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর চুক্তি স্বাক্ষর হবে- এ মর্মে লিখিত অঙ্গিকার পেয়েছি।বাণী ভবন ও হাবিবুর রহমান হলে অস্থায়ী স্টিল বেজড ভবনের নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ৭০ শতাংশ শিক্ষার্থীদের ভাতা দেওয়ার ব্যাপারে যাচাই ও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করে নিচ্ছি।

সত্যেরপথে.কম/সংগৃহীত

Side banner