sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে


সত্যের পথে প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৯:৪০ পিএম জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে

শামীম কাদির : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটে প্রথমবারের মতো জেলা প্রশাসনের আয়োজনে ৫১ দিনব্যাপী তারুণ্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার দুপুরে শহরের সার্কিট হাউজ মাঠে  ৬ দিনব্যাপী জেলা পর্যায়ে এ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডী,হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল,ব্যাডমিনট সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার উদ্বোধন করা হয়।

টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

এসময় পুলিশ সুপার মোহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা  আসিফ আল জিনাত, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  শাহেদ আল মামুন উপস্থিত ছিলেন। 

সত্যেরপথে.কম/এবি

 

Side banner