sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নব গঠিত রাজনৈতিক দলের অনুষ্ঠানে ড. ইউনূসের আমন্ত্রণ


সত্যের পথে | জাতীয় প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:৫৫ পিএম নব গঠিত  রাজনৈতিক দলের অনুষ্ঠানে ড. ইউনূসের আমন্ত্রণ

জাতীয় ডেস্ক : আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এ দল।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিমন্ত্রণপত্র দিয়েছেন সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসউদ।

আজ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে ড. ইউনূসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন আব্দুল হান্নান মাসউদ।

ছবির বিবরণীতে তিনি লিখেছেন, ২৪ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।

সত্যেরপথে/সংগৃহীত

 

Side banner