জাতীয় ডেস্ক : ভারত স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে তার (হাসিনা) অনুপস্থিতিতেই বিচার হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ শনিবার সিলেট নগরের পিটিআই মিলনায়তনে কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এক দেড় মাসের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ শুরু হবে। তার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন কয়েকটি এ মাসের মধ্যে পাব আশা করছি। প্রতিবেদন হাতে পেলে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, একটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গ্রেফতারের চেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি। সেটা ইন্টারপোলের কাছে পাঠানো হবে, যাতে তাকে গ্রেফতার করা হয়। আরেকটা হচ্ছে, হাসিনা ভারতে আছেন আর সে দেশের সঙ্গে আমাদের বহিঃসমর্পণ চুক্তি আছে। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি যদি ভারতে থাকে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করব এবং চুক্তি অনুযায়ী তারা সেটা করতে বাধ্য। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধটা করাও হয়েছে। সেটা তারা পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব দেননি।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন নাকি গণহত্যা ও ন্যায়বিচার প্রশ্নে একটি আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। সেই কারণে আমরা আশা করছি, ভারত যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন, তা না হলে আইন অনুযায়ী তার অনুপস্থিতিতে বাংলাদেশে বিচার ব্যবস্থায় বিচার চলমান থাকবে।
সত্যেরপথে.কম/সংগৃহীত
আপনার মতামত লিখুন :