sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

জয়পুরহাটে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিল এবং অর্থ  দন্ড 


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:৩০ পিএম জয়পুরহাটে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিল এবং অর্থ  দন্ড 

শামীম কাদির : জয়পুরহাট সদর উপজেলায় অনুমোদনহীন অবৈধ একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। দুই ইটভাটার মালিককে ২ লাখ ৫০ হাজার  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পালি আধিবাসী ও নারায়ণ পাড়া এলাকার মেসার্স এস বি এ ব্রিকস, মেসার্স এস এ বি ব্রিকস নামে ওই দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স এস বি এ ব্রিকস, মেসার্স এস এ বি ব্রিকস, এ দুই ইটভাটার পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। সেখানে অভিযান চালিয়ে ইটভাটার মালিকদের  ২  লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকরা জরিমানার অর্থ পরিশোধ করেন।জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান,পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র উপস্থিত ছিলেন।  

সত্যেরপথে.কম/এবি

Side banner