শামীম কাদির : সম্মানজনক ভাতাসহ ৭ দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকাল কর্মবিরতির অংশ হিসেবে জয়পুরহাটে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি জয়পুরহাট শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় কল্যান বাংলাদেশ এ আই টেকনিশিয়ান সমিতির ব্যানারে শহরের পাচুরমোড়ে এ মানববন্ধন পালন করেন তারা।এসময় সংগঠনের জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বক্তারা তাদের ৭ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :