sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জয়পুরহাটে মোটর শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণ


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১০:০৬ পিএম জয়পুরহাটে মোটর শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণ

সত্যেরপথে ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জয়পুরহাটে সাড়ে পাঁচ হাজার দুস্থ ও অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার হিসেবে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি ও চাল।

আজ শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এসব পণ্য বিতরণ করা হয়।

এ সময় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক- ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক- গোলজার হোসেন,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মতুর্জা শিপলু, সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, শ্রমিক নেতা মীর শহীদ ফরহাদ উপস্থিত ছিলেন। 

সত্যেরপথে.কম/এবি

Side banner