sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কৌতুক


সত্যের পথে | মম পূর্ণতা প্রকাশিত: জুন ২৬, ২০২০, ০৮:০৯ পিএম কৌতুক

কৌতুক-১

ভদ্রলোক ও ছেলের কথোপকথন:

ভদ্রলোক: তুমি কোন শ্রেণিতে পড়?

ছেলে: দুইতে।

ভদ্রলোক: এভাবে বলতে হয় না। বলতে হবে টু।

ছেলে: প্রশ্ন যদি বাংলা হয়, তাহলে উত্তর কেন ইংরেজি হবে?

কৌতুক-২

মা ও ছেলের কথোপকথন:

মা: খোকা, এ ওষুধটা তুমি ক’দিন খাবে।

[ছেলে ওষুধটা মাত্র একদিন খেল]

মা: খোকা আমি তো তোমাকে ওষুধটা ক’দিন খেতে বলেছিলাম। কিন্তু তুমি তো মাত্র একদিন খেয়েছ, ব্যাপার কি?

ছেলে: তুমি তো ক’দিন খেতে বলেছ। ‘ক’ তো ব্যঞ্জনবর্ণের একটি বর্ণ । তাই আমি একদিনই খেয়েছি।

-----------

মম পূর্ণতা

রোল: ০১, শ্রেণি: দ্বিতীয়

পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লবী, ঢাকা

Side banner